প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম।
মেরিন ফিশারিজ একাডেমি এক্স-ক্যাডেট এসোসিয়েশন এর সকল আজীবন ও সাধারণ সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের ব্যক্তিগত তথ্য অর্থাৎ আজীবন ও সাধারণ সদস্যের ডাটা সংরক্ষণের কার্যক্রম চলছে। কারো ডাটা সম্পূর্ণ দেখা না গেলে, কিংবা কোন কারণে কেউ বাদ পড়ে থাকলে অফিসের ইমেইলে (ecamfa@gmail.com) ছবি, নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ব্যাচ নং, ব্রাঞ্চ, ইমেইল সহ পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে সবার পূর্ণাঙ্গ ডাটা অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটে প্রদর্শন করতে সক্ষম থাকবো। ধন্যবাদ।

নির্দেশনায়- মোঃ মানিক হোছাইন
সাধারণ সম্পাদক, এক্স-ক্যাডেট এসোসিয়েশন

নিবেদনায়-
অফিস সেক্রেটারি (এডমিন)
মোবাইল: 01843685018

Open chat
ECA Office
Hello 👋
Can we help you?