সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম।

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকার বিভিন্ন জেলা ভয়াবহ বন্যার কবলে পরেছে।
বন্যার ফলে নদী ভাঙনসহ সহায় সম্বল হারিয়ে পানি বন্দী হয়ে জীবনযাপন করছে লাখো মানুষ।

এই প্রেক্ষাপটে “মেরিন ফিশারিজ একাডেমি এক্স ক্যাডেট এসোসিয়েশন” বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য কবলিত এলাকার সদস্যদের নিয়ে টীম গঠন করে ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে।

দেশের এই সংকটময় পরিস্থিতিতে সকল এক্সক্যাডেটদের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর এবং সার্বিক সহযোগিতার আহবান জানানো হচ্ছে।

দেশ বিদেশ থেকে নিম্নোক্ত ব্যাংক একাউন্ট ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক অনুদান পাঠাতে পারবেন।

Bank Details:
Excadet Association (Special)
A/C No.: 1644010008596
Rupali Bank ltd,
Sadarghat Branch, Ctg.
Routing No. 185156732
SWIFT code: RUPBBDDH

Mobile Banking: 01843685018(bKash, rocket,nogod)

বি.দ্র: অনুদান পাঠানোর পর (01843685018)অফিস সেক্রেটারির হোয়াটসঅ্যাপে জানানো এবং মানি রিসিট গ্রহণের অনুরোধ রইলো।

অনুরোধক্রমে,

ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন
সাধারণ সম্পাদক, এমএফএইসিএ

Open chat
ECA Office
Hello 👋
Can we help you?